সাইপ্রাসে জব নাই?

সাইপ্রাসে জব নাই?

সাইপ্রাসে জব নাই

আছে ভাই
কিন্তু নতুন স্টুডেন্টদের জন্য সেটা কম আরকি,কারণ আমাদের ARC/Pink card কোনোটাই নেই।তার উপর আবার উইন্টার শুরু হচ্ছে।
আমি জব খুজতে বের হয়েছি এবং ৭০% শপ,রেস্টুরেন্টে জব ভ্যাকেন্সি পেয়েছি।কিন্তু মূলত একটা জায়গায় আটকে যাই,সেটা হচ্ছে পিংক কার্ড।পিংক কার্ড ৬ মাস আগে তো দিবে না। আর আমার কাছে রেফারেন্সটাও নেই।
লারনাকাতে এত vaccancy পাবো এমন টাইমে, সেটা আমি আশা করিনি।পিংক কার্ড না থাকার কারণে এখন আরকি এমন একটা প্লেস খুজতে হবে যেখানে পিংক কার্ড কোনো ইস্যু না। নিকোসিয়া এবং লিমাসোলে ভালো পরিমাণ জবের কথায় শুনেছি, আপনারা চাইলে অন্য সিটিতে অবস্থান করে জব করতে পারেন।
অনেক ক্ষেত্রে এমন দেখেছি যে আমি একটা শপ গেলাম আমাকে তারা hire করলো না,কিন্তু পরবর্তীতে অন্য একজন গেলো তার কিছু বিষয় হয়তো আমার থেকে বেটার ছিল বলে তার চাকরি হয়ে গেছে।
৬ মাসের ব্যাকআপ নিয়ে আসতেছেন মানে এইনা যে ঘরে বসে এটা উড়াবেন।এসেই আগে কাজ খুঁজবেন,রিজিকের মালিক আল্লাহ।

Post a Comment

Previous Post Next Post