ব্যাংক স্টেটমেন্টের সঠিক গাইডলাইন - NETBD

ব্যাংক স্টেটমেন্টের সঠিক গাইডলাইন


ব্যাংক স্টেটমেন্টের সঠিক গাইডলাইন

সবার মধ্যে দেখি ব্যাংক স্টেটমেন্ট, সময়সীমা আর কত টাকা রাখতে হবে—এসব নিয়ে অনেক প্রশ্ন থাকে। সাধারণ নিয়ম অনুযায়ী প্রায় ৭০০০ ইউরো দেখাতে হয়। টাকার হিসাবে ধরলে প্রায় ১০ লাখ টাকার বেশি দাঁড়ায়। তবে আমি বলবো, ১১/১২ লাখ টাকা দেখানো সবচেয়ে নিরাপদ। এবার আসি সময়সীমার বিষয়ে। যেহেতু এখন মাইগ্রেশন অনেক বেশি কঠোর হচ্ছে, তাই ২-৩ মাস মানে ভিসা হাতে পাওয়ার আগ পর্যন্ত অ্যাকাউন্ট খোলা রাখবেন। কারও কথায় কান দেবেন না।


অ্যাকাউন্ট অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট রাখবেন। যদিও FDR দিয়েও হয়, তবে সেভিংস অ্যাকাউন্ট সবচেয়ে ভালো। যাদের লিকুইড মানি নেই, তারা ব্যাংকের সহায়তা নিতে পারেন স্টেটমেন্টের ক্ষেত্রে। যেমন—পুবালী, NRBC, SBAC ইত্যাদি ব্যাংক এসব কাজে সাহায্য করে থাকে। তবে খেয়াল রাখবেন—সব ব্যাংক যাচাই করে দেখবেন কোনটায় চার্জ কম এবং দ্রুত কাজ শেষ করা যায়। কারণ অনেক সময় দেখা যায়, অ্যাকাউন্ট খোলার সময় এক রকম চার্জ থাকে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করার সময় সেই চার্জ অনেক বেশি হয়ে যায়। তাই আগে থেকেই বিষয়টা ভালোভাবে দেখে নেবেন। - NETBD


Post a Comment

Previous Post Next Post