সাইপ্রাসে যারা Apply করার চিন্তা করছেন তাদের জন্য Important Update!

সাইপ্রাসে যারা Apply করার চিন্তা করছেন তাদের জন্য Important Update! 

সাইপ্রাসে যারা Apply করার চিন্তা করছেন তাদের জন্য Important Update!

অক্টোবরে অনেক বেশি সংখ্যক applicant থাকার কারণে Cyprus Education Ministry পরবর্তী intake (February 2026) এর জন্য কিছু rules & regulations change করতে পারে এমন possibilities আছে। বর্তমানে তারা এখনো October intake-এর seat count করছে — কতজন already fill up করেছে এবং নতুন students-এর জন্য কতগুলো seat available থাকবে তা নির্ধারণ করছে।  

কি কি পরিবর্তন আসতে পারে? Study gap বেশি হলে আর accept করবে না IELTS requirement increase হতে পারে Seats সংখ্যা কমিয়ে দিতে পারে etc এখন প্রায় সব representatives অপেক্ষায় আছে Ministry approval-এর জন্য।তারা নিজেরাও এখনো কনফার্ম না মেইন কোর্সের এপ্লাই ও সিটের বিষয়ে।আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বিষয়টি কনফার্ম হতে। মনে রাখবেন, rules সব institution-এর ক্ষেত্রেই same, তাই কেউ যদি বলে offer letter এসেছে বা process চলছে, একটু নিজে বুদ্ধি খাটিয়ে verify করে নিন।  

বর্তমানে শুধু foundation program-এর application open হয়েছে এবং যথেষ্ট সিট রয়েছে, তবে institute choice করার সময় দেখুন — যেখানে ব্যাচেলরে এনরোল এর পর 2nd year এর tuition fee অর্ধেক (50%), সেখানেই apply করাই better option।  

একটু smart decision নিন, কারণ upcoming intake-এ competition বেশি হতে যাচ্ছে!

Post a Comment

Previous Post Next Post