আদৌ কি সাইপ্রাস ভিসা রেশিও ১০০%?

আদৌ কি সাইপ্রাস ভিসা রেশিও ১০০%?

আদৌ কি সাইপ্রাস ভিসা রেশিও ১০০%

 অনেকে বলে, “Cyprus Student Visa Ratio 100%” — কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। সাইপ্রাসের অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজের স্টুডেন্টদের ফাইল ব্যাক দিচ্ছে। কারণ হিসেবে কেউ বলছে নাম বা language proficiency certificate এর মত যৌক্তিক কারণ থাকলে বিষয়টা ভিন্ন। কিন্তু কারো ক্ষেত্রে দেখাচ্ছে ডকুমেন্টসের মেয়াদ শেষ বা আবোল তাবোল বুঝিয়ে পরের ইনটেকের জন্য ফাইল জমা দিতে বলে। --- এখানে দোষ কার? দুজনেরই — স্টুডেন্ট ও এজেন্সি। অনেকেই deadline পেরিয়ে DHL বা tuition পাঠায়, আবার কেউ কেউ ১০–১৫ বছরের স্টাডি গ্যাপ নিয়ে “third-class agency”-র কথায় আবেদন করে। অন্যদিকে কিছু এজেন্সি মিথ্যা আশ্বাস দিয়ে ফাইল গ্র্যাব করে নেয় — বলে, “সময় আছে, এখনো জমা দিন”, বা বিভিন্ন প্রলোভন দেখায়। --- 

ফাইল ব্যাক বা রিজেক্টের বাস্তব চিত্র প্রতি intake-এই অনেক ফাইল রিজেক্ট বা ব্যাক হয় — কোনো ইউনিভার্সিটির ২০–৩০টি, আবার কোনো কোনো কলেজের ১০০+ ফাইল পর্যন্ত! এই সংখ্যা কেউ প্রকাশ করে না, তাই সবাই ভাবে “সবাই পাচ্ছে ভিসা”। যখন মেয়াদের কথা তুলে ধরে তখন সবাই এটাই মেনে নেয়,অথচ without IELTS, deadline miss করা, বা বেশি study gap — এগুলোর কারণে অনেক আবেদনই বাতিল হচ্ছে। --- ভাই, সঠিক তথ্য জেনে, সময়মতো এবং সঠিকভাবে আবেদন করুন। এজেন্সি বাছাইয়ে সচেতন হোন। “১০০% Visa Ratio” কথাটা শুধুই প্রচারণা — বাস্তবে নয়। বাস্তব হতে পারে যদি আপনারা সবাই সচেতন থাকেন। আল্লাহ ভরসা #StudyInCyprus

Post a Comment

Previous Post Next Post