ফেব্রুয়ারী ইনটেক এপ্লিকেশন আপডেট!
আসেন আজকে ফেব্রুয়ারী ইনটেকে এপ্লিকেশন এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি আপনাদের।
এখন পর্যন্ত ২/১টা ইউনিভার্সিটি এবং কলেজ বাদে আর কোনো জায়গায় এপ্লিকেশন শুরু হয়নি। এর একমাত্র কারণ হলো অক্টোবর ইনটেকের স্টুডেন্টদের এপ্লিকেশন প্রেসার। এই ইনটেকে সিটের তুলনায় তুলনামূলক অনেক বেশি স্টুডেন্ট এপ্লিকেশন করেছে, যার জন্য অতিরিক্ত স্টুডেন্টদের ডেফার করে ফেব্রুয়ারী ইনটেকে দেওয়া হবে। কয়েকটা কলেজ থেকে অলরেডি জানিয়ে দিয়েছে যে তারা ব্যাচেলর প্রোগ্রামে স্টুডেন্ট নেবে না, শুধুমাত্র ফাউন্ডেশন প্রোগ্রামে নিবে। এর মধ্যে শুধু Ledra College দেখলাম অফার লেটার দিচ্ছে, তবে ফেব্রুয়ারী ইনটেকে তাদের সিটও লিমিটেড। ফাউন্ডেশনে যদি কেউ যেতে চান, আমি বলবো City Unity College এবং CDA College — এই দুই জায়গায় যাওয়া ভালো হবে সবদিক দিয়ে। অনেকে হয়তো ফাইল জমা দিয়ে রেখেছেন, আবার অনেকে অফার লেটারও পেয়েছেন। একটা ইউনিভার্সিটি দেখলাম, যেটা আবার আগস্টে অফার লেটার ইস্যু করেছে! আসলে ব্যাপারটা একটু হাস্যকর, যেখানে অক্টোবর ইনটেকের অর্ধেক ভিসা আসেনি, সেখানে আবার ফেব্রুয়ারীর ইনটেকের অফার লেটার দিচ্ছে। ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে মিনিস্ট্রি এখনো কোনো অফিসিয়াল কিছু বলেনি যে ফেব্রুয়ারীতে স্টুডেন্ট নিবে কিনা। Philips University এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভিসা দিয়েছে ৪৫০+, কিন্তু স্টুডেন্ট এত বেশি যে ফেব্রুয়ারীতে আর না নেওয়ার সম্ভাবনা। তাও মিনিস্ট্রি থেকে কী বলে, তার অপেক্ষায় থাকুন। UCLan এর ক্ষেত্রেও অবস্থা প্রায় একই। Neapolis University Pafos থেকে এখন পর্যন্ত ৬/৭টা ভিসা এসেছে মাত্র, বাকিগুলো এখনো আসেনি। কিন্তু দেখলাম যে অনেক এজেন্সি ফেব্রুয়ারী ইনটেক নিয়ে মার্কেটিং করছে। এপ্লাই করার আগে একটু যাচাই-বাছাই করে নেন। অনেক এজেন্সি ফাঁদ পেতে বসে আছে, কখন আপনি ওই ফাঁদে পা দেবেন সেই অপেক্ষায়। একটু অপেক্ষা করেন, দেখেন মিনিস্ট্রি থেকে কী সিদ্ধান্ত আসে। অবশ্যই রিপ্রেজেনটেটিভ বা অথোরাইজড এজেন্টের মাধ্যমে এপ্লিকেশন করবেন।

Post a Comment