Cyprus এর Visa ratio 100%, কিন্তু কিছু এজেন্সির ভণ্ডামির
কারনে স্টুডেন্টসদের ভিসা নিয়ে জটিলতা।
অনেক এ ডকুমেন্টস ভালো ভাবে চেক ও করে না, প্রপার তথ্য দেয় না। আমরা যখন বলি এইভাবে হবে না, সমস্যা হবে, তখন বলে অমুক এজেন্সি বলছে হবে। গত ইনটেক এ সবার এ জানা ছিল IELTS UKVI দিয়ে অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু ১ বাটপার এজেন্সি বলছে যাবে, তাদের মাধ্যমে সব কাজ করানোর পর এখন তার ফাইল Versity ব্যাক দিয়ে দিছে। কোনো সমস্যা নাই, সব প্রমান জোগাড় করা আছে, কয়েকদিন পর সব গুলাকে expose করব। Over tuition fees, overcharge, baje response, service charge যারা নিছেন, ধাপে ধাপে দেখা হবে। আমাদের এই গ্রুপ এ প্রায় সব University/College এর Representatives and Authorized agents আছে। তাদের উদ্দ্যেশে আমার অনুরোধ, যে সকল 3rd party এজেন্সির কারনে students দের ক্ষতি হচ্ছে, তাদের সাথে কাজ করা বন্ধ করেন। February Intake এর Students দের করনীয় ? প্রতি ধাপ এ এজেন্সি থেকে আপডেট নিবেন ( With Proof ). এটা নিয়ে কয়েক দিনের মধ্যে বিস্তারিত লেখব।

Post a Comment