সাইপ্রাস ভিসা বাতিলের কারণ ও ফেব্রুয়ারির এপ্লিকেন্টসদের সতর্কবার্তা

সাইপ্রাস ভিসা বাতিলের কারণ ও ফেব্রুয়ারির এপ্লিকেন্টসদের সতর্কবার্তা 

সাইপ্রাস ভিসা বাতিলের কারণ ও ফেব্রুয়ারির এপ্লিকেন্টসদের সতর্কবার্তা

আজকে ফিলিপস ইউনিভার্সিটি থেকে অনেকগুলো ফাইল ফেরত এসেছে, যার মানে এই যে এগুলোর ভিসা হয়নি। TOEFL নিয়ে আগেই মাইগ্রেশন থেকে জানানো হয়েছিল যে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ TOEFL পরীক্ষার ফলাফল সহজেই প্রক্সি দিয়ে জমা দেওয়া যায়। 

শেষ পর্যন্ত সেটাই সত্য হলো—যাদের TOEFL ফলাফল ছিল তাদের ভিসা বাতিল হয়েছে। তবে যাদের ফলাফল আসলেই বৈধ ছিল তাদের ভিসা হয়েছে। এবার আসুন দেখি, আরও কয়েকটি কারণ ছিল যেগুলোর জন্য এই অক্টোবর ইনটেকে সাইপ্রাস ভিসা বাতিল হয়েছে। যাদের কাগজপত্র সঠিক ছিল না, যেমন—পাসপোর্টের নাম ও ব্যাংক (স্টেটমেন্ট) নামের মধ্যে অমিল থাকা, অথবা পাসপোর্টে এক নাম আর সার্টিফিকেটে অন্য নাম থাকা—তাদের ভিসাও হয়নি। আবার অনেক শিক্ষার্থী UKVI IELTS দিয়ে আবেদন করেছিল, যেখানে সাইপ্রাসে UKVI IELTS গ্রহণযোগ্য নয়। তাই তাদের ভিসাও বাতিল হয়ে গেছে। ফেব্রুয়ারি ইনটেকে যারা আবেদন করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হলো—নিজেদের কাগজপত্র ভালোভাবে চেক করে নিন। একটি শব্দেরও যদি ভুল থাকে, তা ঠিক করে ফেলুন। TOEFL কিংবা UKVI IELTS দিয়ে ভিসা হবে না, তাই কোনো এজেন্সির কথায় ভুল পথে হাঁটবেন না। 

অতিরিক্ত (স্টাডি গ্যাপ) নিয়ে ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করা থেকেও বিরত থাকুন। আর ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই (সেভিংস একাউন্ট) রাখার চেষ্টা করবেন।

Post a Comment

Previous Post Next Post