সাইপ্রাসে ফেব্রুয়ারি ইনটেকে বেশ কিছু আপডেটে আসতে পারে
ফেব্রুয়ারি ইনটেকের জন্য TOEFL iBT গ্রহণ করা হবে না। IELTS এর রিকোয়ারমেন্ট পরিবর্তন আসতে পারে। অলরেডি uclan ইউনিভার্সিটি IELTS রিকোয়ারমেন্ট পরিবর্তন করেছে।UCLAn university তে ব্যাচেলর প্রোগ্রামে IELTS লাগবে ৫.৫ , মাস্টার্স প্রোগ্রামে ৬-৬.৫ । বাকি ইউনিভার্সিটি কলেজ গুলোতেও পরিবর্তন করতে পারে এখনো নোটিশ আসে নাই। যাদের IELTS-এর মেয়াদ মার্চ মাসের আগেই শেষ হবে, তাদের রেজাল্টও গ্রহণযোগ্য হবে না। তাই যারা ফেব্রুয়ারি ইনটেকে আবেদন করার পরিকল্পনা করছেন, তারা দ্রুতই IELTS প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে ফেলুন। সবার জন্য দোয়া রইল আল্লাহ সবার মনের আশা পূরণ করুক।

Post a Comment