TOEFL এবং পরবর্তী intake - NETBD

 TOEFL এবং পরবর্তী intake

1. যারা TOEFL দিয়েছেন, তারা দয়া করে আবার IELTS বা PTE দেওয়ার চেষ্টা করুন। কারণ, যারা অক্টোবর ইন্টেকে TOEFL দিয়ে আবেদন করেছিল, তাদের মধ্যে গতকাল Phillips University থেকে একজনের রিজেক্ট হয়েছে। বাকিদের হবে কি না আল্লাহই ভালো জানেন। আমার মতে IELTS-টাই সবথেকে সেফ। 

2. ব্যাংক স্টেটমেন্ট সবসময় Savings Account-এ দেখানোর চেষ্টা করুন। যদিও FDR দিয়েও হয়, কিন্তু Savings Account সবচেয়ে ভালো। আরেকটা কথা হলো—অ্যাকাউন্টটা অন্তত ২/৩ মাস ওপেন রাখা ভালো। 

3. প্রতিটি ডকুমেন্টসের মেয়াদ মাইগ্রেশনে যাওয়ার সময় পর্যন্ত থাকবে কিনা ভালোভাবে চেক করে তারপর পাঠাবেন। কারণ এই ইনটেকে অনেকের ডকুমেন্টস মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, যেগুলো আবার নতুন করে পাঠাতে হয়েছে। অনেক এজেন্সি এগুলো চেক না করেই ফাইল জমা দেয়—সতর্ক থাকবেন। 

4. আবেদন করার জন্য আলাদা কোনো চার্জ নেই। কিন্তু এই ইনটেকে অনেকের কাছ থেকে নিয়েছে। তাই একটু খোঁজ-খবর নিয়ে করবেন। কিছু এজেন্সি দেখলাম €5500-এর জায়গায় এখনো €6500 বলছে—এগুলো এড়িয়ে চলুন। কারণ অলমোস্ট সব ইউনিভার্সিটি আর কলেজের প্রথম বর্ষের ফি €5500। 

5. সবসময় University/College-এর Representative বা Authorized Agent এর মাধ্যমে আবেদন করবেন। যারা টিউশন ফি ছাড়া বাড়তি কোনো চার্জ নেয় না, তাদের মাধ্যমেই আবেদন করা সঠিক। 

6. আবেগে পড়ে বেশি টিউশন ফি-এর ইউনিভার্সিটি বা কলেজে আবেদন করবেন না। যেটা আপনার সামর্থ্য অনুযায়ী, যেটা ম্যানেজ করতে পারবেন, আর যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হবে—সেটাই বেছে নিন। এসব বলার কারণ হলো—Representative দের মতে, Migration আগের থেকে আরও strict হচ্ছে। এই ইনটেকে অনেকেই ফালতু এজেন্সির কাছে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যারা বেশি টিউশন ফি-র ইউনিভার্সিটিতে গেছে, তারা এখন ফি ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে। তাই রিয়েলিটি শুনুন, জানুন, বুঝুন তারপর আবেদন করুন।

Best of Luck 

Post a Comment

Previous Post Next Post